আমাদের নতুন সফটওয়্যার “সময় কথক” এর বেটা টেস্টিং প্রোগ্রাম আজ থেকে শুরু হলো! হাতে কয়েক মিনিট সময় থাকলে ব্যবহার করে দেখুন। অবশ্যই ভালো লাগবে!
শুরুতে জেনে নেওয়া যাক কি এই “সময় কথক” প্রোগ্রাম!
সময় কথক এর আইকন
সময় কথক
সময় কথক একটি ছোট প্রোগ্রাম, যা নির্দিষ্ট সময় পর পর আপনাকে সময় কথার মাধ্যমে জানিয়ে দিবে। এর আরেকটি সুবিধা হচ্ছে কম্পিউটার চালুর পর ঐ দিনের বাংলা এবং ইংরেজী তারিখ আপনাকে শুনাবে।
বৈশিষ্ট্য
- কতক্ষণ পর পর সময় জানাবে তা ঠিক করে দিতে পারবেন (১৫ মিনিট, ৩০ মিনিট, নাকি প্রত্যেক ঘন্টায়!)
- প্রত্যেক দিনের বাংলা (বাংলাদেশ) এবং ইংরেজী তারিখ শুনতে পারবেন।
- অবশ্যই আকর্ষনীয় ইন্টারফেস
- সফটওয়্যারের নিজস্ব ভলিউম নিয়ন্ত্রণের সুবিধা
- র্যাম এবং স্পিড এর ক্ষতি করবে না (নিজেই চেক করে দেখুন ;))
- স্বয়ংক্রিয় আপডেট চেক
- আর শিঘ্রই আসছে নতুন কণ্ঠ!
সাপোর্টেড অপারেটিং সিস্টেম
Windows Xp থেকে শুরু করে পরের সব অপারেটিং সিস্টেম (যেমনঃ Vista, Windows 7, Windows 8 ইত্যাদি) সাপোর্ট করবে।
ডাউনলোড লিঙ্ক
অনুপ্রেরণা
Bangla Voice Clock by Q A M Khaled Ferdaus.
ইনস্টলেশন
শুধু ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার ইনস্টলেশনের মতই ইনস্টল করতে হবে। কোন রানটাইম সাপোর্টের দরকার নেই।
তো ডাউনলোড করুণ আর দেখুন কোন সমস্যা/বাগ পান কিনা। আপনাদের যে কোন মতামত/ সমস্যা/ বাগ রিপোর্ট আমাদের নিচের যে কোন একটিতে জানিয়ে দিতে পারেনঃ
- ফেসবুক ফ্যানপেজ
- ফেসবুক গ্রুপ
- গুগল+ পেজ
- ইমেইলঃ imaginativeworldbd@gmail.com
- এই পোষ্টে
এ বেটা ভার্সনে যে শব্দ গুলো রেকর্ড করা হয়েছে তা তেমন পরিষ্কার না। এগুলো শুধু মাত্র পরীক্ষা করার জন্য দেয়া হয়েছে।
নোটঃ এ প্রোগ্রামটি সিস্টেমের কোন ফাইল এবং সেটিংস এর পরিবর্তন করে না। তাই এটি নির্দিধায় ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভাইরাস মুক্ত।
——-
আমরা সময় কথক এর জন্য কণ্ঠ খুঁজছি!
আমরা সময় কথক এর জন্য কণ্ঠ খুঁজছি! হতে পারে তা সুমধুর মিষ্টি কণ্ঠ অথবা হোক তা মজার কোন কণ্ঠ! হতে পারে তা আঞ্চলিক ভাষায় করা। ছেলে-মেয়ে যে কেউ কণ্ঠ পাঠাতে পারবেন।
কণ্ঠ পাঠাবার নিয়ম
সময় কথক ইনস্টল করলে স্টার্ট মেনুতে সময় কথক এর ফোল্ডারে ভিতর Help ফোল্ডারে Voice Documentation নামে একটি পিডিএফ ফাইল আছে। (বিকল্পঃ “C:Program FilesImaginative WorldShomoy KothokHelpVoice Documentation.pdf” এবং 64Bit OS এর জন্য “C:Program Files (x86)Imaginative WorldShomoy KothokHelpVoice Documentation.pdf”)
সেখানে কি কি ভয়েস রেকর্ড করতে হবে এবং সাউন্ড ফাইল গুলোর নাম কি হবে তা দেয়া আছে। সময় কথক এর ডিফল্ট সাউন্ড ফাইল গুলো পাওয়া যাবে মাই কম্পিউটারের নিচের ডিরক্টরিতেঃ
32Bit OS এর জন্য “C:Program FilesImaginative WorldShomoy KothokSounds”
64Bit OS এর জন্য “C:Program Files (x86)Imaginative WorldShomoy KothokSounds”
চাইলে সেখানে আপনাদের রেকর্ড করা ফাইল গুলো রিপ্লেস করে টেস্ট ও করে নিতে পারেন!
সাউন্ড ফাইল গূলো অবশ্যই mp3 ফরমেট হতে হবে। কোয়ালিটি যত ভালো করা যায় ততো ভালো।
রেকর্ড করা সব ফাইল Zip ফাইলে করে নিচের ইমেইলে অবশ্যই নিচের তথ্য গুলো সহ পাঠাতে হবেঃ
ইমেইলঃ imaginativeworldbd@gmail.com
যা যা তথ্য পাঠাতে হবেঃ
- Full Name
- Gender
- Age
- Style Name (সেই সাউন্ড স্টাইলের কি নাম দিতে চান!)
দ্রষ্টব্যঃ উপরের তথ্য গুলো কারো সাথে শেয়ার বা অন্য কোন কাজে ব্যবহার হবে না।
তো এখনি রেকর্ড করে পাঠিয়ে দিন আপনার কণ্ঠ!
ভাল সাউন্ড পেলে স্ট্যাবল রিলিজে অবশ্যই একের অধিক সাউন্ড স্টাইল যুক্ত করা হবে।
আশা করি আমাদের নতুন সফটওয়্যারটি ব্যবহার করে উপকৃত হবেন।
ধন্যবাদ।
4 replies on “সময় কথক – Beta Testing Program শুরু!”
Error in OPTIONS
Bug Fixed!
Update New Version.
ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।
দ্রঃ যে কোন এক জায়গাতে ফিডব্যাক দিলেই আমরা পেয়ে যাব।
সাউন্ড টা তেমন পরিস্কার না! আরও ভালো সাউন্ড লাগবে।
আমরা ব্যবহারকারীদের থেকে কণ্ঠ খুজছি.. এখন পর্যন্ত কোন সারা পাওয়া যায়নি..!!
সারা আসুক আর না আসুক, শিঘ্রই নতুন সংস্করণ এবং নতুন সাউন্ড নিয়ে সময় কথক হাজির করতে পারব.. ইনশাল্লাহ..
সাথে থাকুন..
ধন্যবাদ.. 🙂