Categories
Announcement Shadhin Ovidhan Android Uncategorized

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড সংস্করণ ২ উন্মুক্ত!

নতুন রূপে নতুন ডেটাবেজ নিয়ে স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড সংস্করণ ২ উন্মুক্ত করা হল।

নতুন রূপে নতুন ডেটাবেজ নিয়ে স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড সংস্করণ ২ উন্মুক্ত করা হল।

নিত্যদিনের কাজকর্মে পিসির তুলনায় বর্তমানে অ্যান্ড্রয়েডই মানুষ বেশী ব্যবহার করছে। তাই আমরা স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণের উন্নয়নের ধারাবাহিকতায় স্বাধীনের ২.০ সংস্করণ উন্মুক্ত করা হল।

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড

এ সংস্করণে থাকছে,

  • সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস (UI)
  • নতুন ডেটাবেজ ডিজাইন
  • ৬০০০+ নতুন ডেটাবেজ অন্তর্ভুক্তি
  • প্রথমবারের মত সমার্থক শব্দ ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে
  • অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন সহজতর করার চেষ্টা করা হয়েছে
  • থিম পরিবর্তনের সুবিধা দেয়া হয়েছে
  • এখন অ্যাপ থেকেই আমাদের জানাতে পারবেন আপনার যে কোনো পরামর্শ

আরো অনেক কিছু…

বাদ দেয়া হয়েছে “নতুন অন্তর্ভুক্তি” যুক্তের সুবিধাটি। এ সুবিধাটি তেমন ব্যবহার না হওয়া এটি বাদ দেয়া হয়েছে। তবে স্বাধীন ক্লাউড অনলাইন (যেটি নিয়ে কাজ চলছে) তে নতুন অন্তর্ভুক্তি যুক্তের সুবিধা দেয়া হতে পারে। এছাড়া অ্যাপের “পরামর্শ” সুবিধা দিয়ে আমাদের শব্দ, শব্দগুচ্ছ যুক্ত করার জন্য পাঠাতে পারবেন।

তবে অ্যাপ থেকে যে কোনো অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করতে পারবেন। অন্তর্ভুক্তি “প্রতিবেদন” সুবিধাটিও রাখা হয়েছে।

কিছু স্ক্রিনশট নিচে দেয়া হলঃ (বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন)

স্বাধীন অভিধান গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারেন অথবা অফিশিয়াল পাতা থেকে সরাসরি APK ফাইল ডাউনলোড করতে পারেন।

স্বাধীন অভিধানকে শেয়ার করুন সবার সাথে…
স্বাধীন থাকুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.