Categories
Announcement Uncategorized

Imaginative World Code এবং Community Forum সবার জন্য উন্মুক্ত করা হল!

সবার জন্য উন্মুক্ত করা হল Imaginative World Code এবং IW Community Forum সাইট!

সবার জন্য উন্মুক্ত করা হল Imaginative World Code এবং IW Community Forum সাইট!

Imaginative World Code

Imaginative World Code

বিনামূল্য সফট এবং ওপেন-সোর্স সফট এর পর এবার ইমাজিনেটিভ ওয়ার্ল্ডের নতুন উদ্যোগ হল “ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড“!

এটি হচ্ছে বাংলা ভাষায় বিভিন্ন কম্পিউটার কোডের নির্দেশিকা এবং সন্ধানপুস্তক ওয়েবসাইট।

HTML এবং CSS এর টিউটোরিয়াল তৈরি করা শেষ। এখন C এবং Python এর নির্দেশিকার কাজ চলছে। সাপ্তাহিক ভাবে অংশে অংশে নির্দেশিকা গুলো অনলাইনে দেয়া হবে। কোডিং এ সমস্যায় পড়লে মুক্ত আলোচনার জন্য চালু করা হয়েছে কমিউনিটি ফোরাম

IW Community Forum

কমিউনিটি ফোরামটি ব্লগের একটি অংশ হিসেবে চালু করা হয়েছে। এখানে আমাদের সকল পণ্য, কাজ এবং কোড সাইটের টিউটোরিয়াল নিয়ে এবং আমাদের ভবিষ্যতের সকল কিছু নিয়ে মুক্ত আলোচনা করা যাবে।

বাংলায় নির্দেশিকার আবারো নতুন সাইট! কেন?

ইন্টারনেটে বর্তমানে অনেক বাংলা নির্দেশিকার ওয়েব সাইট রয়েছে। আমরা সবসময় ব্যতিক্রম কিছুই করার চেষ্টা করি। আমাদের টিউটোরিয়ালও অন্য বাংলা টিউটোরিয়াল থেকে আলাদা। শুধু অন্য বাংলা টিউটোরিয়াল নয়, জনপ্রিয় বিদেশী টিউটোরিয়াল সাইট থেকেও উন্নত এবং অবশ্যই অদ্বিতীয় কনটেন্ট।

ছোট একটি উদাহরণঃ

জনপ্রিয় w3schools.com এ CSS syntax বুঝাতে নিচের ছবিটি ব্যবহার করা হয়েছেঃ

আমাদের সাইটে একই নির্দেশিকায় ব্যবহার করা হয়েছে নিচের ছবিটিঃ

 

এটি নির্দেশিকার প্রয়োজনে তৈরি করা হয়েছে, কোথাও থেকে কপি-পেস্ট/চুরি করা হয়নি। তো আপনিই বলুন ছবি দুটির ভেতর কোনটি সর্বোৎকৃষ্ট?

নির্দেশিকার হালনাগাদ কিভাবে জানবেন?

নতুন নির্দেশিকা যুক্ত হলে বা নির্দেশিকার অংশ যুক্ত, পরিবর্তন, পরিবর্ধন করা হলে আমাদের ফেসবুক পাতায় জানানো হবে। আরো নতুন নির্দেশিকার কাজ শুরু করা হলে আমাদের এই ব্লগে পোষ্ট দিয়েই জানানো হবে।

তো আমাদের সাথে শেখা শুরু করুণ..

কোড সাইট লিঙ্কঃ code.imaginativeworld.org
কমিউনিটি ফোরাম লিঙ্কঃ community.imaginativeworld.org

কোড সাইটটি চাইলে মোবাইল থেকেও দেখা যাবে। তবে অবশ্যই কম্পিউটার এবং মোবাইলে আপডেটেড ব্রাউজার ব্যবহার করবেন, না হয় (হয়ত) উল্টা-পাল্টা দেখবেন!

ভাল লাগলে শেয়ার করে অন্যকে জানার এবং শেখার সুযোগ করে দিন..

আর ভালো না লাগলে না লাগার কারণ মন্তব্যে লিখুন অথবা এখানে জানান..

শিখতে থাকুন.. ভালো থাকুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.