ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড সাইট হালনাগাদ করা হয়েছে। সাইটের রূপ হালনাগদ করা হয়েছে। যুক্ত হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকাতে যুক্ত করা হয়েছে মন্তব্য দেয়ার সুবিধা।
</> ওয়েব সাইটের হালনাগদ রূপ
</> নতুন টিউটোরিয়াল
- ওয়েব সাইট তৈরি (সম্পূর্ন)
(http://code.imaginativeworld.org/tutorial/building-website/)
</> নতুন মন্তব্য বাক্স
এখন থেকে প্রতিটি নির্দেশিকার পাতায় পাওয়া যাবে মন্তব্য বাক্স। ফলে সরাসরি নির্দেশিকার পাতা থেকেই যে কোন মতামত/প্রশ্ন করা যাবে।
মন্তব্য বৈশিষ্টটির জন্য ব্যবহার করা হয়েছে disqus.
</> সংস্করণ মানের নতুন নিয়ম
সাইটের সংস্করণ লিখার নিয়ম করা হয়েছে এরকমঃ
[মোট নির্দেশিকা সংখ্যা] <dot> [মোট পরিপূর্ণ হালনাগাদ সংখ্যা]
এ অনুযায়ী বর্তমান সংস্করণ ৩.৩, অর্থাৎ মোট নির্দেশিকা ৩টি এবং এখন পর্যন্ত পরিপূর্ণ হালনাগাদ হয়েছে ৩টি।
সাইটের সোর্স কোডে সংস্করণ সংখ্যা দেয়া থাকে।
শিখতে থাকুন..
ধন্যবাদ।