বিসমিল্লাহির রহমানির রহিম
আনন্দের সাথে জানাচ্ছি যে IW Shutdown Timer এর ভার্সন ২ এর বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে!
আপনিও চাইলে ব্যবহার করে দেখতে পারেন এবং আমাদের ফিডব্যক দিয়ে এর উন্নয়নে সাহায্য করতে পারেন।
নতুন কি?
- নতুন স্কিনঃ
- Shutdown এর সাথে Log Off, Restart, Hibernate ইত্যাদিও যুক্ত করা হয়েছে
- সময় অনুযায়ী টাইমার এর সাথে স্টপ-ওয়ার্চ ভিত্তিক টাইমারও যুক্ত করা হয়েছে
- ডেস্কটপ গ্যাজেটঃ ডেস্কটপ থেকেই Shutdown, Log of এবং Restart করার সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে গ্যাজেটটি। Multi-Color স্কিনও যুক্ত আছে সাথে। রিস্ক মুক্ত থাকার জন্য গ্যাজেটটি সংক্রিয়-নিষ্ক্রিয় করার অপশনও আছে।
- সয়ংক্রিয় আপডেট পরীক্ষা
আরো কিছু চান? কমেন্টে জানান..
ডাউলোডঃ এখানে ক্লিক করুন (লিঙ্ক পরিবর্তনশীল, তাই এখানে সরাসরি দেয়া হল না)
সাপোর্টের অপারেটিং সিস্টেমঃ Windows XP, Vista, 7 & 8 (32bit & 64bit)
রানটাইমঃ
নতুন IW Shutdown Timer চালাতে ডটনেট ফ্রেমওয়ার্ক ৪ ক্লায়েন্ট প্রোফাইল আপনার পিসিতে ইনস্টল করা থাকতে হবে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিনঃ
.NET Framework 4 Client Profile Download: http://www.microsoft.com/en-us/download/details.aspx?id=24872
দ্রষ্টব্যঃ .NET Framework 4 শুধু মাত্র Windows XP, Vista এবং Windows 7 এ ইনস্টল করতে হবে। Windows 8 এ এটি ইনস্টল করাই থাকে।
এখনো তো বেটা ভার্সন, তবুও কেন ব্যবহার করে দেখবেন?
কারন হলো IW Shutdown Timer সংস্করণ ২ এর ডেভেলপমেন্ট লাইভ করা হচ্ছে। অর্থাৎ You need, We add. আপনার কি প্রয়োজন আমাদের জানান, ডেভেলপিং এর দায়ীত্ব আমাদের.. 🙂
আশা করি সকলে ব্যবহার করবেন এবং কমেন্টে আপনার মতামত, সমস্যা জানাবেন।
ধন্যবাদ।