[স্বাধীনের নতুন ভার্সন বের হয়েছে। নতুন ভার্সনের জন্য এখানে ক্লিক করুন।]
আমাদের নতুন প্রোডাক্ট স্বাধীন বাংলা অভিধানের আলফা ভার্সন আজ বের করা হচ্ছে। এটি দেশের প্রথম ইউনিকোড ভিত্তিক অফলাইন বাংলা অভিধান। এতে পর্যায়ক্রমে ডিকশনারির সাথে যুক্ত করা যায় এরকম সব সুবিধাই যুক্ত করা হবে।
কি কি আছে এ আলফা ভার্সনেঃ
- বাংলা সার্চ
- ইংরেজী সার্চ
- ইংরেজী শব্দের উচ্চারন
- অ্যাব্রিভিয়েশন (১০০০+ অ্যাব্রিভিয়েশন, উচ্চারন এবং সার্চ সুবিধা সহ)
- গ্রিক লেটার (উচারন সহ)
- উচ্চারনের গতি নিয়ন্ত্রনের অপশন
- উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ ৭ কম্পিটেবল
স্ক্রিনশটঃ
ডাউনলোডঃ
লিঙ্কঃ মিডিয়া ফায়ার
সাইজঃ ৮ মেগাবাইট
এর উন্নয়ন কাজ ক্রমান্বয়ে চলতে থাকবে। এর সম্পর্কে যে কোন মতামত, প্রশ্ন, সাজেশন কমেন্টে বলতে পারেন।
ধন্যবাদ।
5 replies on “স্বাধীন বাংলা অভিধান ০.১.০ (আলফা)”
কিছু সুবিধা অবশ্যই থাকা দরকারঃ
****** ১) MS Word বা browser বা PDF বা যে কোনও জায়গায় ইংলিশ word এর উপর double click এ বাংলা যেনও দেখা যায়।
****** ২) বাংলা word এ double click এ যেন ইংলিশ দেখা যায়।
****** ৩) ইংলিশ দিলে বাংলা দেখবে & এর সাথে তার সমার্থক শব্দ সমূহ ও দেখবে।
****** ৪) Bangla দিলে English দেখবে & এর সাথে তার সমার্থক শব্দ সমূহ ও দেখবে।
ধন্যবাদ মতামতের জন্য। সুবিধা গুলো নিয়ে চিন্তা করা হবে।
vhai windows 64 bit to dilen ..abar kintu linux er jonno toiri korte hobe …waiting for linux version 😀
শীঘ্রই স্বাধীনের লিনাক্স সংস্করণ তৈরির কাজ শুরু করা হবে.. অপেক্ষায় থাকুন..
[…] চাইলে আলফা ভার্সনের অফিশিয়াল পোষ্ট ( এখানে ) এও আপনার মন্তব্য দিতে পারেন। তবে […]