স্বাধীন অভিধান সংস্করণ ২ এর প্রথম বেটা উন্মুক্ত করা হল!
এ মাসে শুধু বেটা সংস্করণ পরীক্ষণ চলতে থাকবে।
ডাউনলোড
আমাদের লক্ষ
১০০ ডাউনলোড + ZERO বাগ নিশ্চিত হলেই স্ট্যাবল উন্মুক্ত করা হবে।
কি কি নতুন?
এ নিয়ে পরে পোষ্ট করা হবে। স্ট্যাবল সংস্করণ পেতে ডাউনলোড করে বাগ বের করুন। সবার সাথে শেয়ার করুন।
যথেষ্ট টেষ্ট করা হয়নি এ বেটা সংস্করণটি। তো যথেষ্ট বাগ থাকা খুব স্বাভাবিক। তবুও আশা করব চালিয়ে বাগ গুলো নিজেরা ধরিয়ে দিবেন। সাথে যে কোনো মন্তব্য স্বাগতম! যে কোনো বাগ চোখে পড়লে স্ক্রিনসট পাঠাবেন, এতে বুঝতে আমাদের সুবিধা হবে..
দেখুন কি কি চেয়েছেন সব পেয়েছেন কিনা? কিছু বাকী থাকলে তাও বলুন..
ধন্যবাদ..
4 replies on “স্বাধীন অভিধান ২x – বেটা ১”
ঠিক আছে টেস্ট করে বাগ পেলে আপনাদের কে জানানো হবে, তবে এটার লিনাক্স সংস্করণ এর ব্যবস্থা করা যায়না ?
এইটা মূলত ব্যবহারকারীরা শতকরা কত জন লিনাক্স ব্যবহার করে তার উপর..
এখনো চোখে পরার মত তেমন বাংলাভাষী ব্যবহারকারী হয়নি লিনাক্সের, মূলত তাই এ নিয়ে কিছু করা হচ্ছে না.. (আমার ধারনা ভুলও হতে পারে)
Assa Vi portable version ta kotha theke download korbo ba kivabe pabo?
স্বাধীনের আলাদা পোর্টেবল সংস্করণ নেই। সংস্করন ২ এ পোর্টেবল করার সুবিধা দেয়া আছে।
http://imaginativeworld.org/products/shadhin-ovidhan এখান থেকে স্বাধীন অভিধান ডাউনলোড করে স্টার্ট থেকে Portable Wizard চালু করে স্বাধীন কে নিজেই পোর্টেবল করতে পারবেন.. 🙂
স্বাধীন ইনস্টল করতে অবশ্যই এডমিন পাওয়ার লাগবে.. 🙁