উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয়তা পাওয়ার পর স্বাধীন অভিধান এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে!
স্বাধীন অভিধানের অ্যান্ড্রয়েড সংস্করণ আজ উন্মুক্ত করা হল।
সর্বোচ্চ সুবিধা যুক্ত স্বাধীন অভিধানের ডেস্কটপ সংস্করণের মত অ্যান্ড্রয়েড সংস্করণেও থাকছে সর্বোচ্চ সুবিধা। থাকছে একই ডেটাবেজ।
সুবিধা সমূহ
- অ্যান্ড্রয়েডের সর্বশেষ ডিজাইন নিয়ম অনুসরণ করে ইউআই ডিজাইন করা হয়েছে
- একই সাথে বাংলা এবং ইংরেজি অনুসন্ধানের সুবিধা
- ডেস্কটপ সংস্করণের মত উন্নত অনুসন্ধান সুবিধা
- নতুন শব্দ যুক্ত করা যাবে
- পুরনো অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা যাবে
- প্রিয় তালিকা
মূল্য
স্বাধীন শুরু থেকেই স্বাধীন ছিল। অ্যান্ড্রয়েড সংস্করণেও স্বাধীন থাকবে স্বাধীন।
এটি বিনামূল্য অ্যাপ। এমনকি অ্যাড থেকেও সম্পূর্ণ মুক্ত।
ডেটাবেজ ক্লাউড
একটা কথা এখনো সত্য যে স্বাধীনের ডেটাবেজ এখনো অপ্রতুল। লোকবলের অভাবে আমাদের এই সীমাবদ্ধতা আমরা দুর করতেও পরছিনা। তাই স্বাধীনের অ্যান্ড্রয়েড সংস্করণে যুক্ত করা হয়েছে ক্লাউড সুবিধা।
ইন্টারনেট সংযুক্ত থাকা অবস্থায় স্বাধীন অভিধানে কোন নতুন শব্দ যুক্ত অথবা কোনো শব্দ/অন্তর্ভুক্তি পরিবর্তন/পরিবর্ধন করা হলে তা আমাদের সার্ভারে চলে আসবে। যা আমরা নতুন সংস্করণের ডেটাবেজে যুক্ত করে দেব।
বর্তমানে ডেস্কটপ থেকে মোবাইলেই ইন্টারনেট সংযোগ বেশী থাকে। তাই আমরা আশা করছি ডেটাবেজ ক্লাউড সুবিধাটি স্বাধীনের ডেটাবেজকে আরো উন্নত করবে।
ডাউনলোড
ডাউনলোড পাতা
(http://imaginativeworld.org/products/shadhin-ovidhan-android/beta/)
সর্বনিম্ন অ্যান্ড্রয়েড সংস্করণঃ Android 4.1 (Jelly Bean)
প্লে-স্টোরে স্বাধীন অভিধান আসতে সময় লাগবে। স্বাধীন অভিধান আমাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে। কেউ স্বাধীন অভিধান সম্পর্কে তাদের সাইট লিখলে লিখতে পারেন। তবে ডাউনলোডের জন্য অবশ্যই অফিশিয়াল ডাউনলোডের পাতার লিঙ্ক দিতে হবে।
দ্রষ্টব্য
এটি অ্যান্ড্রয়েড সংস্করণের টেস্ট সংস্করণ। তাই বাগ থাকতেই পারে।
তো এখনি স্বাধীন ডাউনলোড করুন এবং ব্যবহার করে আপনার মতামত জানান।
পোষ্টটি শেয়ার করতে ভুলবেননা।