Categories
Shadhin Ovidhan Uncategorized

স্বাধীন অভিধান সংস্করণ ২ উন্মুক্ত!

আমরা খুশির সাথে জানাচ্ছি যে স্বাধীন অভিধান এর সংস্করণ ২ (স্থায়ী) আজ উন্মুক্ত করা হল। নতুন স্বাধীন এখন স্ট্যান্ড-অ্যালোন এবং আরো বৈশিষ্ট্য যুক্ত এবং উন্নত!

আমরা খুশির সাথে জানাচ্ছি যে স্বাধীন অভিধান এর সংস্করণ ২ (স্থায়ী) আজ উন্মুক্ত করা হল। নতুন স্বাধীন এখন স্ট্যান্ড-অ্যালোন এবং আরো বৈশিষ্ট্য যুক্ত এবং উন্নত!


স্বাধীন অভিধান

নতুন বৈশিষ্ট সমূহ

স্বাধীন অভিধানে নতুন যে সব বৈশিষ্ট যুক্ত করা হয়েছে তার কিছু নিচে দেয়া হয়েছেঃ

  • শব্দ যুক্ত/পরিবর্তন/পরিবর্ধন করার সুবিধা
  • ডাটাবেজ ব্যাকআপ রাখার সুবিধা
  • সমার্থক শব্দ যুক্ত করার সুবিধা
  • অভিধানের ফন্ট পরিবর্তনের সুবিধা
  • ওয়ার্ডমার্কস (নিজস্ব শব্দ তালিকা)
  • পোর্টেবল সংস্করণ তৈরির সুবিধা

এবং আরো অনেক কিছু…

স্ট্যান্ড-অ্যালোন

স্বাধীন অভিধানের নতুন সংস্করণ চালাতে আগের মত কোনো রানটাইমের প্রয়োজন নেই। শুধু ইনস্টল এবং চালু!

গতি

আগের থেকে স্বাধীন এখন উন্নত এবং গতিময়… 🙂

অতিরিক্ত এ্যাপ

নতুন স্বাধীনের সাথে যে সব অতিরিক্ত এ্যাপ যুক্ত থাকছে তাদের তালিকা, বিশেষ বৈশিষ্ট্য এবং স্ক্রিনসট দেয়া হল-

মেট্রো বাংলা দিনপঞ্জীঃ

  • মেট্রো রূপে বাংলা দিনপঞ্জী গ্যাজেট।
  • এটি কম্পিউটারের গতির উপর দৃশ্যত কোনো প্রভাব ফেলেনা।
  • নিজের মত করে সাজানোর সুবিধা

Metro Bangla Calendar

বাংলা এইড কিটঃ

  • কম্পিউটারে সব ধরনের (ডেস্কটপ, ব্রাউজার ইত্যাদি) বাংলা সমস্যার সমাধান একটি অ্যাপেই!
  • ফোল্ডার/আইকন এর ফন্ট পরিবর্তন সুবিধা।
  • মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার এ বাংলা সমস্যা সমাধানের উপায়।

Bangla Aid Kit

বৈজ্ঞানিক নাম সংগ্রহশালাঃ

  • জীববিজ্ঞানের প্রাণি এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামের একটি সংগ্রহশালা।
  • বাংলা এবং বৈজ্ঞানিক নাম আলাদা ভাবে অনুসন্ধান সুবিধা।
  • ৩০০+ অন্তর্ভুক্তি।

Biological Scientific name in Bangla

আল্লাহ্‌র ৯৯টি নামঃ

  • আল্লাহ্‌র ৯৯টি নামের ইংরেজী, বাংলা ও আরবি উচ্চারণ এবং অর্থ।

The 99 names of Allah

যে সব ফন্ট যুক্ত থাকছে

  • সিয়াম রুপালী (OmicronLab)
  • কালপুরুষ (OmicronLab)
  • নিরমালা ইউআই (Microsoft Corporation)
  • মুক্তি ন্যারো (মুক্ত বাংলা ফন্ট প্রোজেক্ট)
  • একুশে লোহিত (ekushey.org)

ডাউনলোড

অফিশিয়াল ডাউনলোড পাতা*

অভিধানের নতুন উইন্ডোর বিভিন্ন অংশের পরিচিতি

স্বাধীন অভিধান - প্রধান উইন্ডোর বিভিন্ন অংশ

(বড় করে দেখতে ছবিটির উপর ক্লিক করুন)

আরো কিছু স্ক্রিনসট

ছবি গুলো বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

শেষ একটা কথাই বলা, স্বাধীন অভিধান,

এতে নেই বলে কিছু নেই…

যে কোনো সমস্যা/মন্তব্য/মতামত সরাসরি স্বাধীনের ফিডব্যাক এ্যাপ থেকে দিতে পারেন অথবা এখানে অথবা এ পোষ্টেও দিতে পারে।

ধন্যবাদ।

* ডাউনলোড লিঙ্ক পরিবর্তনশীল, তাই ডাউনলোড পাতার লিঙ্ক দেয়া হয়েছে।

7 replies on “স্বাধীন অভিধান সংস্করণ ২ উন্মুক্ত!”

ধন্যবাদ সুন্দর একটি অভিদান উপহার দেবার জন্য। আমি জানতে চাচ্ছি, এতে মোট কতটি শব্দ রয়েছে?

দূ:খিত আমি মডিফাইল করতে না পেরে আবার মন্তব্য করলাম। এখানে লেখা দেখলাম ১৭০০০+ ইংরেজী শব্দ ভান্ডার রয়েছে। সব দিক থেকে এটা ভালো ছিল এখন শব্দ ভান্ডার বাড়ানো গেলে আরও ভালো হতো।

তারিখ তো ঠিক ই আছে… আজ আপনার ওখানে বাংলা কয় তারিখ দেখাচ্ছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.