স্বাধীন অভিধান প্রোজেক্টকে আজ থেকে সম্পূর্ণ ওপেনসোর্স করা হল! 🙂
শুরুর কথা…
স্বাধীন অভিধান তৈরি করা হয়েছিল ইউনিকোড ভিত্তিক বাংলা-ইংরেজি অভিধানের অভাব থেকে। এর পর থেকে স্বাধীনে যুক্ত হতে থাকে সব ধরনের বৈশিষ্ট যা একটি কম্পিউটার ভিত্তিক অভিধানে থাকা দরকার। স্বাধীনই একমাত্র সর্বোচ্চ সুবিধাযুক্ত বিনামূল্য বাংলা-ইংরেজি অভিধান। তাই স্বাধীনের স্লোগান-
এতে নেই বলে কিছু নেই
… এরপর,
ডেস্কটপে জনপ্রিয়তা পাওয়ার পর বের করা হল অ্যান্ড্রয়েড সংস্করণ। যা বিনামূল্য এবং সম্পূর্ণ অ্যাড মুক্ত…
… আজ,
ওপেনসোর্স করার মধ্যদিয়ে স্বাধীন অভিধান হল সম্পূর্ণ স্বাধীন… 🙂
নতুন সংস্করণ
আজ স্বাধীন অভিধানের ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড সংস্করণের হালনাগাদও বের করা হয়েছে অফিশিয়ালি ওপেনসোর্স লাইসেন্স যুক্ত করা জন্য। স্বাধীন অভিধান MPL 2.0 লাইসেন্স ব্যবহার করছে।
নতুন সংস্করণে কি কি থাকছে?
ডেস্কটপ (২.৩.০.৫)
- “…already running…” বাগ ঠিক করা হয়েছে।
- ডেটাবেজ হালনাগাদ করা হয়েছে।
অ্যান্ড্রয়েড (1.6.160520)
- বাংলা (বাংলাদেশ) দিনপঞ্জি যুক্ত করা হয়েছে।
- ওয়েব অনুসন্ধান উন্নত করা হয়েছে।
- ডেটাবেজ হালনাগাদ করা হয়েছে।
ভবিষ্যত পরিকল্পনা
স্বাধীন অভিধানকে সর্ববৃহৎ বাংলা-ইংরেজি অভিধান করার লক্ষে অনলাইন ডেটা-অন্তর্ভুক্তির জন্য একটি প্রজেক্ট শুরু করার ইচ্ছা আছে। যেটা করা গেলে অনলাইনে যে কেউ ডেটাবেজ পরিবর্ধন করার সুযোগ পাবেন। পরিবর্ধিত ডেটাবেজ স্বয়ংক্রিয় সব স্বাধীন অভিধান অ্যাপে চলে যাবে। স্বাধীন ওপেনসোর্স হওয়ার সাথে সাথে এর ডেটাবেজও ওপেনসোর্স করা হয়েছে। যে কেউ কপিরাইট লঙ্ঘন না করে আমাদের অনুমতি নিয়ে ডেটাবেজ ব্যবহার করতে পারবেন।
ডাউনলোডঃ
সোর্স-কোডঃ
অনুরোধ
স্বাধীন অভিধান এতদূর আসতে পেরেছে এর ব্যবহারকারীদের জন্যই। এর ব্যবহারকারী যত বাড়বে এর উন্নয়নও তত বেশী হবে। ব্যবহারকারী বাড়লে বিশ্বাস করুন আমাদের নিজস্ব কোনো লাভ নেই। বরং আমার ক্ষতি… প্রোজেক্টের পিছনে সকল কাজের মাঝে সময় দিতে হয়… 😉
আশা করি স্বাধীনকে সবার সাথে শেয়ার করে স্বাধীনের উন্নয়নে সাহায্য করবেন… এতটুকুই অনুরোধ… 🙂
আজ এ পর্যন্তই..
সবার সাথে স্বাধীনকে শেয়ার করুন..
স্বাধীন থাকুন..