Categories
Kata Kati Uncategorized

ঈদ উপহার – সবার জন্য ওপেনসোর্স কাটাকাটি (tic-tac-toe) খেলা

ঈদ উপহার হিসেবে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে উন্মুক্ত করা হল উইন্ডোজের জন্য ওপেনসোর্স কাটাকাটি (tic-tac-toe) খেলা।

আস্‌সালামু আ’লাইকুম,

ঈদ উপহার হিসেবে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এর পক্ষ থেকে উন্মুক্ত করা হল উইন্ডোজের জন্য ওপেনসোর্স কাটাকাটি (tic-tac-toe) খেলা। 🙂

কাটাকাটি (Tic-tac-toe)

এটি মূলত পণ্য হিসেবে নয়, সাধারন গবেষনা করতেই তৈরি করা হয়েছে। সব সময় কৃত্তিম বুদ্ধিমত্তা (AI বা artificial intelligence) নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল। এ প্রজেক্টটি করে তার কিছু আশা পূরন হল.. 🙂

কাটাকাটি খেলাটিতে ব্যবহারকারীর বিরুদ্ধে খেলার জন্য কম্পিউটারকে বুদ্ধিমান বানানোর চেষ্টা করা হয়েছে। যাতে খেলে মনে না হয় যন্ত্রের সাথে খেলছেন। আমি কোনো কিছু বানানোর আগে ঐ জিনিস আগে বানানো হলে তা পরীক্ষা করে দেখার চেষ্টা করি এবং সেগুলো থেকে আরো ভালো কিছু বানানোর চেষ্টা করে থাকি। এবারো সেরকম করেছি। ইন্টারনেটে এবং মোবাইলে যে কয়েকটি tic-tac-toe গেম দেখেছি তাদের থেকে আমার গেমটি হাজার গুনে চালাক! 🙂

আমি মোটামুটি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনি এর eXtreme মোড এ কম্পিউটারকে হারাতে পারবেন না! 😉 পারলে অবশ্যই স্ক্রিনসট সহ জানাবেন.. 🙂

ওপেনসোর্স

আগেই বলেছি এটি পণ্য হিসেবে নয়, গবেষনার জন্য বানানো। তাই এ গেমটিকে ওপেনসোর্স করা হয়েছে। এটি মাইক্রোসফটের Visual Studio Express 2012 এবং C# দিয়ে বানানো। এটি বানানোর পিছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে এটিকে প্রোগ্রামিং নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ কোডিং করা সফট দেয়া। যা দিয়ে তারা কোডিং আরো ভালো করে শিখতে/গবেষনা করতে পারবে।

আমি এখনো ভালো প্রোগ্রামার হয়েছি তা বলবনা। তবে চেষ্টা করছি.. যারা কোড নিয়ে ঘাটাঘাটি করেন তারা পারলে আমার সোর্সকোড নিয়ে একটু ঘেটে দেখবেন এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে অবহিত করবে। আমি নিজেকে হালনাগাদ করব.. 🙂

খেলাটি চালাতে কি কি লাগবে?

এটি C#.NET দিয়ে তৈরি করা। তাই এটি চালাতে অবশ্যই DotNet Fremework 4 Client Profile লাগবে।

৩২ বিটের জন্য ডটনেট ৪ এর লিঙ্ক: ডাউনলোড

৬৪ বিটের জন্য ডটনেট ৪ এর লিঙ্ক: ডাউনলোড

আপনি যদি উইন্ডোজ ৮/৮.১ এর ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে কষ্ট করে এটি ইনস্টল করতে হবেনা। তার নিচের কোনো অপারেটি সিস্টেম হয়ে থাকলে আপনাকে এটি অবশ্যই ইনস্টল করে তারপর গেমটি খেলতে হবে।

ডাউনলোড

তো ব্যবহার করে দেখুন..

অগ্রিম ঈদ মোবারক..

ধন্যবাদ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.