আমাদের ওয়েবসাইট (imaginativeworld.org) এবং ব্লগ (blog.imaginativeworld.org) সাইটকে হালনাগাদ করা হয়েছে! দেয়া হয়েছে আধুনিক উন্নত রূপ! সাথে ওয়েব সাইটের কোডকে করা হয়েছে সম্পূর্ণ উন্মুক্ত! 🙂
উদ্দেশ্য
সবাই নতুন প্রযুক্তির প্রতি আগ্রহী হয়। আমরাও তাই সবসময় নতুন প্রযুক্তি ব্যবহার করারই চেষ্টা করি। আর ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এখন ওপেনসোর্স যাত্রায় অংশ নিয়েছে। এর আগে কাটাকাটি খেলাটি ওপেনসোর্স করার মাধ্যমে শুরু হয় এ যাত্রার। সেই যাত্রায় এবার IW এর ওয়েবসাইটের কোডকে করা হয়েছে ওপেনসোর্স! 🙂
বিশ্বে ওপেনসোর্স জিনিসটা চালুর কারন কি? কারনটা সম্ভবত এটাই যে,
আসুন সবাই মিলে দারুন দারুন কিছু করি, সব দারুন মিলে অসাধারন কিছু একটা তো হবেই..
মজিলা ফায়ারফক্স, উবুন্টু, ওয়ার্ডপ্রেস ইত্যাদি তারই জলজ্যান্ত উদাহরণ। তো তারা পারলে আমরা কেন পারব না?
অবশ্যই পারব!
তাই ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এই উন্মুক্ত ধারনাকে সাথে নিয়ে চেষ্টায় আছে একটি বাংলাদেশী মুক্ত Imaginative কমিউনিটি তৈরিতে..
আমরা মুক্ত ছিলাম, আছি, থাকব..
তো আপনিও আমাদের সাথে যুক্ত হোন..
শেয়ার করুন..
সাথে থাকুন..
পরিবর্তন সমূহ
ব্লগ
আমাদের ব্লগ সাইটে Twenty Fourteen থিম এর সাথে মডিফাইড CSS যুক্ত করা হয়েছে।
ওয়েব সাইট
আমাদের ওয়েব সাইটটি সর্বশেষ প্রযুক্তি HTML5 দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সবার জন্য ওপেন করে দেয়া হয়েছে সাইটের কোড। তো এখনি ওয়েব সাইট থেকে ঘুরে আসুন এবং কোড নিয়ে ঘেটে দেখুন আর আপনাদের যে কোনো মতামত/ New Idea/ প্রশ্ন থাকলে কমেন্ট অথবা এখানে জানান.. 🙂
লিঙ্ক সমূহ
নীড় সাইটঃ imaginativeworld.org
নীড় সাইট কোডঃ GitHub
ব্লগঃ blog.imaginativeworld.org
ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল..
ধন্যবাদ।