Categories
Shadhin Ovidhan Android Uncategorized

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড – নতুন হালনাগাদ (0.3.150929)

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ (0.3.150929) উন্মুক্ত করা হল!

ডেস্কটপের পর স্বাধীন অভিধানকে অ্যান্ড্রয়েড সংস্করণেও করা হচ্ছে সর্বোচ্চ সুবিধা যুক্ত অভিধান! সেই ধারাবাহিকতায় আরো কিছু নতুন সুবিধা নিয়ে এই নতুন সংস্করণ।

স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড

নতুন কি? (0.2.150915 – 0.3.150929)

  • ইতিহাস সুবিধা
  • স্বয়ংক্রিয় হালনাগাদ পরীক্ষা
  • লেখা উচ্চারণ (Text to Speech)
  • কথা থেকে লেখা (Speech to Text)
  • ড্রয়ার মেনু
  • চালুর সাথে সাথে কিবোর্ড চালু হবে
  • পুরণো সুবিধাগুলো উন্নত করা হয়েছে
  • “বিস্তারিত অর্থ” উইন্ডোতে অন্তর্ভুক্তি (Entry) সার্ভারে পাঠানোর জন্য আলাদা বাটন যুক্ত করা হয়েছে
  • সরাসরি ওয়েবে অনুসন্ধান করার জন্য “অনুসন্ধান বাক্সের” পাশে ওয়েব অনুসন্ধান বাটন যুক্ত করা হয়েছে

বিস্তারিত পরিবর্তন লগ

নিয়মিত এবং বিস্তারিত হালনাগাদ জানতে আমাদের ফেসবুক পাতায় চোখ রাখুন।

ডাউনলোড

ডাউনলোড পাতা
(http://imaginativeworld.org/products/shadhin-ovidhan-android/beta/)

শেয়ার করুন..
স্বাধীন থাকুন..

2 replies on “স্বাধীন অভিধান অ্যান্ড্রয়েড – নতুন হালনাগাদ (0.3.150929)”

এখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে বিষয়টি নিয়ে কেউ কিছু বলছে না। মোট শব্দসংখ্যা কত এটাতে? আর শব্দসংখ্যা বাড়ানো খুবই দরকার। তা না হলে এন্ড্রয়ের ভালো ডিকশনারী তো আছেই যাতে শব্দসংখ্যা ৯৪০০০ এর বেশি ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ। শব্দসংখ্যাই তো বাড়ানো বেশি দরকার। শুধুমাত্র এই কারনে এটা ব্যবহার তেমন হয় না।

শব্দ সংখ্যাঃ

আমাদের অভিধানে phrase and idioms আছে। তাই আমরা শব্দ সংখ্যা না বলে অন্তর্ভুক্তি বলি। আমাদের এখানে 1950০+ অন্তর্ভুক্তি আছে।
অন্তর্ভুক্তি কম মনে হতে পারে; কিন্তু এখানে গত ২বছর ধরে প্রয়োজনীয় ৩০০০+ শব্দ যোগ হয়েছে। তার উপর এখন শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য আমরা আরো সুবিধা যুক্ত করেছি জানেন ই।

৯৪০০০ শব্দ সংখ্যা আছে কোনটিতে একটু লিঙ্ক দিবেন কষ্ট করে।

এত তো ৯৪০০০ অন্তর্ভুক্তি নেই, তাহলে কেন চালাবেন এটি?

এটি চালাবেন কারণঃ
এতে Advance Search যে সুবিধা আছে তা অন্য কোনোটিতে নেই। দুখের কথা হল এতে কি Advance Search সুবিধা আছে তা অনেকে ঘেঁটেও দেখেনা, তাই বুঝতেও পারেনা কেন স্বাধীন সবার থেকে এগিয়ে।
এতে নিয়মিত প্রয়োজনীয় শব্দ যুক্ত করা হচ্ছে+phrase and idioms ও যুক্ত আছে
স্বাধীনের মত স্বাচ্ছন্দ্যে অনুসন্ধান অন্য কোনোটাতে করতে পারবেন না।
আরো অনেক সুবিধা তো আছেই..

আর অন্তর্ভুক্তি বাড়ানোর কাজটা এর ব্যবহারকারীদের কাছ থেকে আমরা অনেক আগে থেকে আশা করছিলাম। কিন্তু কোনো সাড়া এখনো পাইনি। তাই আমরা নিজে নিজে যতটুকু পারি করছি। তারপরও আমরা এখনো আশা করছি স্বাধীনের ব্যবহারকারীরা অন্তর্ভুক্তি যোগ করাতে আমাদের সাহায্য করবে। তাই অন্তর্ভুক্তি যুক্তের নতুন নতুন সুবিধা যোগ করছি আমরা।

আপনি অ্যান্ড্রয়েড হোক আর পিসি হোক, সব ডিকশনারির নাম যোগাড় করে সব গুলোর সুবিধার সাথে স্বাধীনের সুবিধার তুলনা করুন। আমি নিশ্চিত স্বাধীন সব গুলো থেকে ৫০% সুবিধায় এগিয়ে। আর আমার জানামতে অন্য গুলো সম্পূর্ণ মুক্ত (free) না; অ্যাড-যুক্ত।

শেষ কথাঃ

আমরা মুক্ত (free) সফটওয়্যার-এ্যাপ বানাচ্ছি সবার কাজে লাগে সে জন্যই। এখন যদি কাজে কিভাবে লাগবে তাও মানুষ বুঝতে না পারে তাহলে আমরা অতি-ব্যর্থ..

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.