শুরুতে সকল স্বাধীন অভিধান ব্যবহারকারীদের অভিনন্দন জানাচ্ছি..
avast! এর নতুন ভার্সন (ভার্সন ৮) বের হবার পর avast! ইনস্টল করা পিসিতে স্বাধীন অভিধান চালু করলে স্বাধীন অভিধানের আপডেটার প্রোগ্রামকে সন্দেহজনক (Suspicious) ফাইল হিসেবে ধরা হচ্ছে! [চিত্র – ১]
যা False positive অর্থাৎ কোন ক্ষতিকর প্রোগ্রাম না হওয়া সত্তেও একে সন্দেহ জনক হিসেবে ধরা হয়েছে!
আমরা ফাইলটি False positive হিসেবে avast! ভাইরাস ল্যাবে পাঠিয়েছি। দেখি তারা কি রিপ্লে দেয়। আপনিও চাইলে এটিকে False positive হিসেবে রিপোর্ট করতে পারেন। এর জন্য সফটওয়্যারটি চালানোর সময় উপরের বার্তাটি দেখালে Report the file as a false positive এ ক্লিক করে প্রয়োজনীত তথ্য দিয়ে সেন্ড করুন। [চিত্র – ১]
avast! থেকে কোন কিছু না বলা পর্যন্ত নিচের নিয়মে স্বাধীন অভিধান চালাতে পারবেনঃ
আপনার পিসিতে প্রথম স্বাধীন অভিধান ইনস্টল করুন। তারপর avast! চালু করুন এবং ডানে-উপরে থেকে Settings এ ক্লিক করুন। [চিত্র -২]
এবার Settings উইন্ডো আসলে বাম থেকে Global Exclusions এ ক্লিক করুন। এবার বামে browse এ ক্লিক করুন। [চিত্র – ৩]
C বা আপনার সিস্টেম ড্রাইভ এ গিয়ে Programs files (৬৪ বিট অপারেটিং সিস্টেম হলে Program Files (x86) ) থেকে Imaginative World ফোল্ডারটি খুঁজে টিক চিহ্ন দিয়ে OK দিন। [চিত্র – ৩]
তাহলে Global Exclusion অংশটি নিচের মত হবেঃ [চিত্র – ৫]
৩২ বিট অপারেটি সিস্টেম হলেঃ C:Program FilesImaginative World*
৬৪ বিট অপারেটি সিস্টেম হলেঃ C:Program Files (x86)Imaginative World*
আর কোন সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন।
আপডেটঃ সমস্যাটি আমরা ধরতে পেরেছি এবং শিঘ্রই ছোট একটি আপডেট বের করা হবে। তবে আগের ফাইলটিতে কোন সমস্যা নেই। এবং অবশ্যই ফাইল গুলো ১০০% নিরাপদ। আপডেট বের না করা পর্যন্ত উপরের নিয়মেই আগের স্বাধীন ব্যবহার করতে পারবেন। 🙂
ধন্যবাদ।
4 replies on “স্বাধীন অভিধান কে avast! সন্দেহজনক ফাইল হিসেবে সনাক্ত করছে!”
স্বাধীন অভিধানের নতুন সংস্করনের উপর কাজ চলছে কি?
হ্যাঁ, কাজ চলছে। তবে নতুন সংস্করণ জুলাই ২০১৩ এর আগে বের করা হবে না।
দেরিতে বের করা হচ্ছে মূলত ডাটাবেজটা সম্পূর্ন করার জন্য। আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন।
ধন্যবাদ।
লিনাক্স এর জন্য কবে বের করছেন। লিনাক্সের জন্য স্বাধীন অভিধান থাকলে মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার কারিদের অনেক উপকার হত।
অবশ্যই বের করা হবে। তবে সময় লাগবে.. সাথে থাকুন.. ধন্যবাদ..